Ahmadi Muslim Killed in Suicide Bomb Attack in Pakistan « Al Islam eGazette

Ahmadi Muslim Killed in Suicide Bomb Attack in Pakistan « Al Islam eGazette
4th September 2010
PRESS RELEASE

Ahmadi Muslim Killed in Suicide Bomb Attack in Pakistan


May God quickly save our country from the acts of such evil persons and groups.

It is with great regret that the Ahmadiyya Muslim Jamaat confirms that yesterday, 3rd September 2010 its Bait-ul-Zikr mosque in Mardan, Pakistan was attacked by two terrorists. One Ahmadi Muslim, Sheikh Amir Raza was martyred during this attack, whilst further loss was prevented by the bravery of the Ahmadi Muslims charged with securing the premises.

প্রথম আলো - ঘাটাইলে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা, ভাঙচুর

প্রথম আলো - ঘাটাইলে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা, ভাঙচুর

ঘাটাইলে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা, ভাঙচুর

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি | তারিখ: ০৪-০৯-২০১০
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চানতারা গ্রামে গতকাল শুক্রবার আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে। এ ব্যাপারে ঘাটাইল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে ঢাকা থেকে আহমদিয়া সম্প্রদায়ের একটি দল তিনটি মাইক্রোবাসে ত্রাণসামগ্রী নিয়ে চানতারা গ্রামে আসে। সেখানে আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের মধ্যে তারা ত্রাণ বিতরণ করে। বেলা তিনটার দিকে ঢাকায় ফেরার সময় একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৩- ৮৪৫৫) ভাঙচুর করে।

ঢাকা থেকে আসা আহমদিয়া জামাতের সদস্য রফিক আহমেদ অভিযোগ করেন, হামলার সময় গাড়িতে থাকা লোকজনকে মারধর করা হয়। তাদের কাছ থেকে একটি মোবাইল ফোনসেট ও সাড়ে ছয় হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুর রহমান বলেন, ‘হামলার অভিযোগ পেয়েছি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।’ উল্লেখ্য, গত ৭ আগস্ট চানতারা গ্রামের আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা চালানো হয়। ওই হামলায় ক্ষতিগ্রস্ত লোকজনকে ত্রাণ দিতেই গতকাল ঢাকা থেকে একটি দল চানতারা গ্রামে আসে।