Weekly News of Ahmadiyya Muslim Jamaat

পাকিস্তানে আহমদীয়া মসজিদে বর্বরোচিত এবং অমানবিক আক্রমনের প্রেক্ষাপটে
নিখিল বিশ্ব আহমদীয়া মুসলিম জামাতের ৫ম খলীফা হযরত মির্যা মসরুর আহমদ (আই.)-এর বিবৃতি

২৮শে মে- ২০১০ইং
    পাকিস্তানের লাহোরস্থ আহমদীয়া মুসলিম জামাতের দু’টো মসজিদে আজ যে সন্ত্রাসী ও সহিংস আক্রমণ চালানো হয়েছে, সে প্রেক্ষাপটে জামাতের বর্তমান খলীফা হযরত মির্যা মসরুর আহমদ (আই.) নিম্নলিখিত বিবৃতি প্রদান করেছেন। আজ লাহোরের দু’টো আহমদীয়া মসজিদে যে সন্ত্রাসী ও সহিংস আক্রমন চালানো হয়েছে তা সম্পূর্ণরূপে বর্বরোচিত এবং অমানবিক। এ আক্রমন করা হয় জুমু’আর সময় যা সম্পর্কে সকল মুসলমান একমত যে এটি একটি পবিত্র সময়। কোন প্রকৃত মুসলমান এমন নিষ্ঠুর এবং পৈষাচিক আক্রমনকে সমর্থন করবে না। ইসলামে কোন প্রকার সন্ত্রাসের কোন স্থান নেই। তাই ইসলামের নামে সন্ত্রাসীদের এহেন আক্রমনের কোন বৈধতাও নেই। একথা স্পষ্ট হওয়া উচিত যে, এরা শুধু নামে মাত্র মুসলমান, কার্যতঃ ইসলামের সাথে এদের দূরতম কোন সম্পর্কও নেই। পাকিস্তানের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। গত বেশ কয়েক দশক ধরে সেখানে আহমদীরা শান্তিপূর্ণ জীবনযাপনের সুযোগ থেকে বঞ্চিত বরং তারা অব্যাহত হুমকির মাঝে জীবনযাপন করছে। ১৯৭৪ -এ পাকিস্তান সরকার আহমদীদেরকে অমুসলিম ঘোষণা করেছে। এর ১০ বছর পর কুখ্যাত অধ্যাদেশ ২০ জারী করা হয়। যে অধ্যাদেশ অনুসারে সকল প্রকার ইবাদত এবং বিশ্বাস সংক্রান্ত বিষয়াদি পালন আহমদীদের জন্য অপরাধ বলে গণ্য হয়। এ আইন অনুসারে পাকিস্তানে আহমদীদের উপর যে কোন যুলুম ও অত্যাচার করা বৈধ। তখন থেকেই চরমপন্থীরা ধৃষ্ট হয়ে উঠেছে এবং আহমদীদেরকে অত্যাচারের লক্ষ্যে পরিণত করছে। সকল অত্যাচার ও নির্যাতন সত্ত্বেও আহমদীরা পাকিস্তানের বিশ্বস্ত নাগরিক। কখনো তারা রাষ্ট্রের প্রতি কোনরূপ বিদ্রোহ বা অবাধ্যতা প্রদর্শন করেনি। আমরা এখনো নিশ্চিত করে বলতে পারছিনা যে, এই নৃশংস ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু এটি নিশ্চিত, অনেক আহমদী শহীদ হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরো অনেকেই। আমি দোয়া করবো, আল্লাহ তা’লা শোক-সন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য্য ধরার শক্তি দান করুন, আর যারা শহীদ হয়েছেন জান্নাতে তাদের পদমর্যাদা উন্নীত করুন এবং আহতদের সুস্বাস্থ্য দিন। আহমদীয়া মুসলিম জামাত একটি শান্তিপ্রিয় জামাত, তাই আমাদের জামাতের কোন সদস্য কোন প্রকার অযৌক্তিক প্রতিক্রিয়া ব্যক্ত করবেনা। আমাদের মুক্তি সর্বশক্তিমান আল্লাহ্ তা’লার দরবারে দোয়ার মাঝে নিহিত। আর আমরা দৃঢ় বিশ্বাস রাখি যে, তিনি অতীতেও আমাদের সাহায্য করেছেন আর ভবিষ্যতেও করবেন। কোন সন্ত্রাসী বা কোন সরকার কখনো জামাতে আহমদীয়ার অগ্রযাত্রাকে ব্যহত করতে পারবে না; কেননা এটি একটি ঐশী সংগঠন। শান্তির জন্য যারা হুমকিস্বরুপ আল্লাহ্ তা’লা শান্তিপ্রিয় মানুষকে তাদের অপকর্ম থেকে নিরাপদ রাখুন।
প্রাপ্ত সুত্রঃ কেন্দ্রীয় বাংলা ডেস্ক, লন্ডন, ইউকে

0 comments:

Post a Comment